দেড় বছরের বেশি সময় পর প্রথমবারের মতো গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময়ে নতুন করে আরও ১৭৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
যেখানে গতকাল সাতজনের মৃত্যু এবং ২৫৩ জন রোগী শনাক্তের তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৪৬ জনের। মোট রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।
গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট, র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৩৬টি সক্রিয় ল্যাবে ১৫ হাজার ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।