বিদায়ের পথে ২০২৩ সাল। লিওনেল মেসির জন্য ছিল উত্থান-পতনের এক বছর। বছরের মাঝপথে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। চলতি বছরে সবমিলিয়ে ৪৫ ম্যাচে মাঠে নেমে ২৮ গোল করেছেন মেসি। এই ২৮ গোলের একটিও পেনাল্টি থেকে করেননি রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
২৮ গোলের মধ্যে পিএসজির জার্সিতে ৯, মায়ামির জার্সিতে ১১ এবং আর্জেন্টিনার জার্সিতে ৮ গোল করেছেন মেসি। এই ২৮ গোলের কোনোটিই পেনাল্টি থেকে করেননি তিনি। বিষয়টি এমন নয় যে, মেসি পেনাল্টি নিয়েছেন কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছেন। তিনি এ বছর কোনো পেনাল্টিই নেননি। বরং পেনাল্টি পেয়েও সতীর্থদের ছেড়ে দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
এমন ঘটনা মেসির ক্যারিয়ারে ১৭ বছর পর দ্বিতীয়বারের মতো ঘটলো। এর আগে ২০০৬ সালে পেনাল্টিতে কোনো গোল না করেই বছর শেষ করেছিলেন এলএমটেন। ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতি মৌসুমেই পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি।