অধ্যায়ভিত্তিক প্রশ্ন: ব্যবসায় উদ্যোগ

চতুর্থ অধ্যায়

মালিকানার ভিত্তিতে ব্যবসায়

বহু নির্বাচনী প্রশ্ন

১। একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কিসের ওপর নির্ভরশীল?

ক) মূলধনের ওপর

খ) মালিকের ইচ্ছার ওপর

গ) দক্ষতার ওপর

ঘ) কৌশলের ওপর

২। প্রাচীনতম ব্যবসায় সংগঠন কোনটি?

ক) রাষ্ট্রীয় ব্যবসায় খ) যৌথ মূলধনী

গ) সমবায় সমিতি ঘ) একমালিকানা

৩। কোন ব্যবসায় সংগঠনকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়?

ক) একমালিকানা

খ) প্রাইভেট লিমিটেড কোম্পানি

গ) অংশীদারি

ঘ) পাবলিক লিমিটেড কোম্পানি

৪।পচনশীলজাতীয় পণ্যের জন্য কোন ধরনের ব্যবসায় সংগঠন উপযোগী?
ক) অংশীদারি খ) সমবায় সমিতি

গ) একমালিকানা ঘ) যৌথ মূলধনী

৫। কোন ব্যবসায় কার্যক্রম পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল?

ক) একমালিকানা খ) অংশীদারি

গ) যৌথ মূলধনী ঘ) সমবায় সমিতি

৬। একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণসমূহ হলো−

i. নমনীয়তা

ii. গোপনীয়তা রক্ষা

iii. সমন্বিত প্রচেষ্টা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৭। বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের?

ক) ১৮৩২ খ) ১৯৩২

গ) ১৯৯৪ ঘ) ২০০১

উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :

রফিক ও শফিক দুই বন্ধু লিখিত চুক্তি করে একটি ব্যবসায় সংগঠন করেন।
তাঁরা অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য সংগঠনটি নিবন্ধন করেন।
৮। রফিক ও শফিকের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের?

ক) একমালিকানা খ) অংশীদারি

গ) যৌথ মূলধনী ঘ) রাষ্ট্রীয়

৯। রফিক ও শফিক সুবিধা পাবেন−

i. অধিক মূলধন সংগ্রহ

ii. পাওনা আদায়ে মামলা দায়ের

iii. শর্তভঙ্গের জন্য মামলা দায়ের

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১০। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো–
ক) মূলধন খ) চুক্তি

গ) অভিজ্ঞতা ঘ) নিবন্ধন

১১। জন ও ডন চুক্তি অনুযায়ী ব্যবসায় শুরু করলেন। তাঁদের ব্যবসায়টি কোন ধরনের?

ক) প্রাইভেট লিমিটেড

খ) পাবলিক লিমিটেড

গ) অংশীদারি

ঘ) সমবায় সমিতি

১২। চুক্তি সম্পাদনের জন্য কমপক্ষে কয়জন ব্যক্তি দরকার?

ক) ৭ জন খ) ২ জন

গ) ৫ জন ঘ) ৯ জন

১৩। ‘অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়’−এটি কত সালের অংশীদারি আইনে উল্লেখ আছে?

ক) ১৯১৩ খ) ১৯৩২

গ) ১৯৯৪ ঘ) ২০১০

১৪। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে−
i. মৌখিক

ii. লিখিত

iii. অনিবন্ধিত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

১৫। অংশীদারি কারবারে চুক্তিপত্রের বিষয়বস্তু কয়টি?

ক) ৮টি খ) ১২টি

গ) ১৭টি ঘ) ২০টি

১৬। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করতে হয় কোথায়?

ক) নিবন্ধন অফিস খ) পৌর কর্তৃপক্ষ

গ) সিটি করপোরেশন ঘ) ইউনিয়ন পরিষদ

১৭। ব্যবসায়ের অংশীদার না হয়েও যিনি নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেন, তাকে বলা হয়−

ক) নামমাত্র অংশীদার

খ) আপাত দৃষ্টিতে অংশীদার

গ) আচরণে অনুমিত অংশীদার

ঘ) সীমিত অংশীদার

উদ্দীপকটি পড়ে ১৮ নং প্রশ্নের উত্তর দাও :

মিসেস নাসরিন একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে পাঁচজন সদস্য নিয়ে নির্ধারিত ১৯৯৪ সালের আইন মেনে শুরু হয় এবং তাঁর স্বামীও এর পরিচালনায় দায়িত্ব পান।

১৮। মিসেস নাসরিনের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন?

ক) অংশীদারি ব্যবসায়

খ) সমবায় সমিতি

গ) যৌথ মূলধনী ব্যবসায়

ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়
উত্তর : ১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. ক ৭. খ ৮. খ ৯. গ ১০. খ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. গ।

বৈরাগীবার্তা অনলাইন ডেস্ক

Share
Published by
বৈরাগীবার্তা অনলাইন ডেস্ক

Recent Posts

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা…

1 week ago

বিয়ানীবাজারে পিকাপ চা পায় তিন বছরের জিয়াসমিন না ফেরার দেশে

বিয়ানীবাজারে পিকাপ চা পায় তিন বছরের জিয়াসমিন না ফেরার দেশে বিয়ানীবাজারে বেপোরোয়া পিকাপের চাপায় তিন…

1 week ago

৬ গোলে বিধ্বস্ত করা সেই মালয়েশিয়ার কাছে এবার হার বাংলাদেশের

৬ গোলে বিধ্বস্ত করা সেই মালয়েশিয়ার কাছে এবার হার বাংলাদেশের ৬ গোলে বিধ্বস্ত করা সেই…

2 weeks ago

সিলেটে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ৭

সিলেটে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ৭ সিলেটে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহফুজ নামে…

2 weeks ago

একসময় আমাকে ‘জঙ্গি অর্থদাতা’ আখ্যা দেওয়া হয়েছিল: প্রবাসী বিএনপি নেতা জাকির

আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন বলেছেন, একসময় আমাকে 'জঙ্গি অর্থদাতা' বলে আখ্যা দেওয়া হয়েছিল…

2 months ago

এশিয়া কাপের আগে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের

এশিয়া কাপের আগে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান।…

3 months ago