বাংলাদেশে শ্রমভিসা কেনাবেচার অভিযোগ ইতালির প্রধানমন্ত্রীর, শঙ্কায় প্রবাসীরা
বাংলাদেশে ইতালির শ্রমভিসা কেনাবেচা হয় বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণার সময় এ অভিযোগ তুলে, শ্রমভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
স্থানীয় সময় গেল মঙ্গলবার (৪ জুন) মন্ত্রিসভায় বৈঠকের পর এক ভিডিও বার্তায় অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণা করেন মেলোনি। এসময় শ্রমভিসা প্রসঙ্গেও কথা বলেন তিনি।
বাংলাদেশে ইতালির শ্রমভিসা কেনাবেচা হয় বলে অভিযোগ করেন মেলোনি। এছাড়া দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশ থেকে আসে বলেও জানান ইতালির প্রধানমন্ত্রী।

তিনি বলেন,
বাংলাদেশিরা অর্থের বিনিময়ে স্পন্সর ভিসা এবং অবৈধভাবে ইতালিতে এসে থাকে। গত বছরগুলোতে একমাত্র দেশ বাংলাদেশ, যারা সবচেয়ে বেশি অবৈধভাবে ইতালিতে এসেছে।
এদিকে, ইতালির প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর নানা শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের মধ্যে শীর্ষে বাংলাদেশিরা। এছাড়া স্পন্সর ভিসার জন্যও পড়েছে সবচেয়ে বেশি আবেদন।
আরও পড়ুন: বাংলাদেশি কর্মীদের প্রবেশের সময়সীমা বাড়ানো হবে কিনা, জানাল মালয়েশিয়া
চলতি বছরে এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আশ্রয় নিয়েছেন ৪ হাজার ৩৮৭ জন বাংলাদেশি।
বৈরাগীবার্তা নিউজ ডেস্ক 









